ইউএসএ তে তুষারঝড়ে নিহত দুই

ইউএসএ তে তুষারঝড়ে নিহত দুই

যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলে তুষারঝড়ে অন্তত দুই জনের প্রাণহানি ঘটেছে। জানা গেছে, শুক্রবার শিকাগোতে নয় ইঞ্চি তুষারপাত হয়েছে।

এদিকে তুষার ঝড়ের কারণে শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে নিউইয়র্ক এবং নিউ ইংল্যান্ডে।

ভারি তুষার আর বরফের চাদরে ঢাকা পড়েছে সিকাগোর মেট্রোপলিটন এলাকা। এর আগে ২০১৬ সালে উত্তরাঞ্চলীয় ইলিনয়স উইসকনসিন এবং মিসিগানে রেকর্ড পরিমাণ তুষারপাত হয়েছিল।

ইলিনয়েসের নাপেরভিলে শহরের এডওয়ার্ড হাসপাতালের মুখপাত্র কেইথ হার্টেনবার্গার জানান, প্রচণ্ড তুষারপাতে অসুস্থ হয়ে পড়া ৬০ বছর বয়সী এক ব্যক্তি হার্ট অ্যাটাকে মারা গেছেন।

পুলিশ বলছে, গতকাল মিশিগানের ফেনটন শহরের কাছে বেশ কয়েকটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩৩ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। রাস্তায় গাড়ি-চলাচল বিঘ্নিত হচ্ছে প্রচণ্ড তুষারপাতের কারণে। তুষারপাতের কারণে বেশ কিছু গাড়ি দুর্ঘটনা কবলিত হয়েছে বলেও খবর পাওয়া গেছে।