চোটের কারণে টি-টোয়েন্টি ম্যাচেও খেলতে পারছেন না সাকিব আল হাসান। গতকাল ১০ ফেব্রুয়ারি শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছিলো বিসিবি।
১৫ জনের স্কোয়াডে ছিলেন বাংলাদেশি এই অলরাউন্ডার। তবে তার বদলি হিসেবে দলে কাকে নেওয়া হবে তা জানা যায়নি।
এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের ফাইনালে আঙুলে চোটের কারণে টেস্ট সিরিজ খেলতে পারেননি সাকিব। টি-টোয়েন্টিতে ফেরার কথা থাকলেও খেলতে পারছেন না তিনি।