বাস উল্টে নিহত ২৭, ইন্দোনেশিয়ায়

বাস উল্টে নিহত ২৭, ইন্দোনেশিয়ায়

ইন্দোনেশিয়ার জাভায় পর্যটকবাহী একটি বাস পাহাড় থেকে পড়ে উল্টে গেলে কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন। পুলিশ বলছে, বাসটি পাহাড় থেকে নিচে পড়ে যাওয়ার আগে একটি মোটরসাইকেলকেও ধাক্কা দেয়। তারা বলছে, দুর্ঘটনার সময় বাসটির ব্রেক ঠিকমতো কাজ করছিল না। খবর এবিসি নিউজের। পশ্চিম জাভায় শনিবার এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও কমপক্ষে ১৮ জন আহত হয়েছেন। কর্মকর্তারা বলছেন, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

 

স্থানীয় পুলিশ প্রধান মুহাম্মদ জনি বলেছেন, পশ্চিম জাভা প্রদেশের সুবাং এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

 

টেলিভিশন ফুটেজে দেখা গেছে, পুলিশ, সেনা ও মেডিকেল কর্মকর্তারা উল্টে যাওয়া বাসটি থেকে আহতদের উদ্ধার করছে। কর্মকর্তারা বলছেন, বাসটিতে ৪০ জনের বেশি স্থানীয় পর্যটক ছিলেন। তারা বলছেন, পশ্চিম জাভার জনপ্রিয় পাহাড়ি রিসোর্ট তাংকুবান পেরাহু থেকে রাজধানী জাকার্তার দক্ষিণে তানগেরাং শহরে যাচ্ছিল বাসটি।পুলিশ প্রধান জনি বলেন, কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে সেটি আমরা খতিয়ে দেখছি। তবে প্রাথমিক তদন্তে দেখা গেছে পাহাড়ে ওঠার সময় বাসটির ব্রেক ঠিকমতো কাজ করছিল না। ফলে এটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের নিচে ঘাসের জমিতে পড়ে যাওয়ার আগে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। তিনি বলেন, নিহত ব্যক্তিদের অধিকাংশেরই তাৎক্ষণিক মৃত্যু ঘটে।এদিকে পুলিশ বলছে, ওই দুর্ঘটনায় সামান্য আঘাত পাওয়া বাসের চালককে জিজ্ঞাসাবাদ করছে তারা।