আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের একটি চেক পোষ্টে দায়িত্বরত ১৬ সৈন্যকে হত্যা করেছ এক তালেবান যোদ্ধা। স্থানীয় এক কর্মকতারা বলেছেন, যে এই কাজ করেছে সে তাদেরই একজন সৈন্য ছিল; এদেরকে হত্যা করে সে পালিয়ে যায়। পরে এর দায়ভার স্বীকার করে তালেবানরা।
তালেবানরা দাবি করে, যে ব্যক্তি তাদের হত্যা করেছে সে পালিয়ে তাদের দলে এসে যোগ দিয়েছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, শনিবার যে ব্যক্তি ওই হামলা চালিয়েছিল তিনি প্রায় মাস খানেকের মতো আফগান সৈন্যদের সাথে থেকে যুদ্ধ করেছে।
হেলমান্দ প্রদেশের বড় একটা অংশই তালেবানদের নিয়ন্ত্রণে। ছবি: আল জাজিরা
আফগানিস্তানের যে বিশাল আফিম উৎপাদন, তার বড় একটি অংশই হেলমান্দ প্রদেশ থেকে আসে। আর তালেবানরা এই অঞ্চলের বেশির ভাগ এলাকা নিয়ন্ত্রন করে থাকে।