দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল পাঁচটা থেকে শুরু হবে ম্যাচটি। ম্যাচ শুরুর ত্রিশ মিনিট পূর্বে টস হবে। টি-২০ সিরিজের দুটি ম্যাচই বিটিভি, গাজী টিভি, স্টার স্পোর্টস সিলেক্ট ২ এবং স্টার স্পোর্টস সিলেক্ট ২ এইচডি সরাসরি সম্প্রচার করবে।
ঘুরে দাঁড়ানোর মিশনে খুব একটা স্বস্তিতে নেই স্বাগতিক বাংলাদেশ শিবির। দলের প্রাণ ভোমরা সাকিব আল হাসান ইনজুরিতে পরার পর থেকে দলের আত্মবিশ্বাসের দেয়ালে চির ধরেছে। তাঁর উপর তামিম ইকবাল এবং মুশফিকের চোট আরও দুঃশ্চিন্তা বাড়িয়েছে।
অন্যদিকে ত্রিদেশীয় এবং টেস্ট সিরিজ জিতে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে লঙ্কানরা। অধিনায়ক এঞ্জেলো ম্যথিউস আগেই ইনজুরি নিয়ে দেশে ফিরে গেছেন। তাছাড়া লঙ্কান শিবিরে নেই বড় কোনো ইনজুরির আশঙ্কা।
সিরিজের দ্বিতীয় এবং শেষ ম্যাচটি আগামী ১৮ ফেব্রুয়ারি একই সময়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ স্কোয়াডঃ তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদুল্লা (অধি.), সাব্বির রহমান, মুস্তাফিজ, রুবেল হোসেন, সাইফউদ্দিন, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহী, আরিফুল হোক, মেহেদি হাসান, জাকির হাসান, আফিফ হোসাইন, নাজমুল ইসলাম।
শ্রীলঙ্কা স্কোয়াডঃ দিনেশ চান্দিমাল (অধি.), উপল থারাঙ্গা, দানুস্কা গুনাথিলাকা, থিসারা পেরেরা, আসেলা গুনারত্নে, নিরাশন ডিকভেলা, দাশুন সানাকা, ইসুরু উদানা, সেহান মাদুসঙ্কা, জেফরি ভেন্দারসাই, আকিলা ধনাঞ্জয়া, আমিলা আপনসো, জিবন মেন্ডিস, আসিথা ফারনান্ডো, কুশল মেন্ডিস।