প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পায় টিম ইন্ডিয়া। বিরাট কোহলির হাত ধরে দলটির এমন দাপুটে সিরিজ জয় করে। সবশেষ সেঞ্চুরিয়নে জয়ের মধ্য দিয়ে ছয় ম্যাচ ওয়ানডে সিরিজ ৫-১ ব্যবধানে জিতে নিয়েছে ভারত। ওই ম্যাচে নিজের ৩৫তম ওয়ানডে সেঞ্চুরির মধ্য দিয়ে নতুন রেকর্ড গড়েছেন কোহলি। দ্বিপক্ষীয় কোনো সিরিজে ৫০০ এর অধিক রান করা একমাত্র ব্যাটসম্যান এখন শুধুই কোহলি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে মোট ছয় ম্যাচে কোহলির মোট রান ৫৫৮। এ রানের মধ্য দিয়ে স্বদেশী ব্যাটসম্যান রোহিত শর্মাকে পিছিনে ফেলেছেন তিনি। এর আগে ২০১৩-১৪ মৌসুমে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে রোহিতের সর্বোচ্চ রান ছিল ৪৯১ রান। এবার প্রথমবারের মতো এক সিরিজে পাঁচশ রানের মাইলফলক ছাড়িয়ে নতুন উচ্চতায় পৌঁছে গেলেন কোহলি। এই তালিকায় তৃতীয় স্থানটি অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান জর্জ বেইলির। ভারতের বিপক্ষে ২০১৩-১৪ মৌসুমে সিরিজে ৪৭৮ রান করেছিলেন তিনি।
এছাড়া ব্যাটিংয়ে নেমে দলীয় ২৩ রানেই প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। শার্দুল ঠাকুরের বলে মহেন্দ্র সিং ধোনির বিশ্বস্ত গ্লাভসে ধরা পড়েন হাশিম আমলা (১০)। অধিনায়ক কাম ওপেনার এইডেন মার্করামও (২৪) শিকার হন শার্দুলের। আশা ছিল ইনজুরি থেকে ফেরা বিধ্বংসী এবিডি ভিলিয়ার্সকে নিয়ে। ৪টি বাউন্ডারি হাঁকিয়ে ইঙ্গিতও দিয়েছিলেন। তবে দিনটি আজ এবির ছিল না। যুজবেন্দ্র চাহালের বলে বোল্ড হওয়ার আগে ৩৪ বলে ৩০ রান করেন তিনি।
এ সময় একপ্রান্ত আগলে দলের হাল ধরার চেষ্টা করেন খায়া জোন্ডো। চাহালের দ্বিতীয় শিকার হওয়ার আগে ৭৪ বলে ৩ চার ২ ছক্কায় ৫৪ রানের ইনিংস উপহার দেন তিনি। এখন পর্যন্ত প্রোটিয়াদের ইনিংসে এটাই একমাত্র হাফ সেঞ্চুরি। হেনরিক ক্লাসেন (২২) এবং বেহারদিন (১) রানে আউট হয়ছেন। ক্রিস মরিসও (৪) কিছুই করতে পারেননি। এই রিপোর্ট লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩৮.৫ ওভারে ৭ উইকেটে ১৬০। ৩ উইকেট নিয়েছেন শার্দুল ঠাকুর।