আসন্ন মরশুমে টিম ইন্ডিয়াকে খেলতে হবে প্রায় ৬০টিরও বেশি আন্তর্জাতিক ম্যাচ। এই খবরটি ভারতীয় ক্রিকেট ভক্তদের কাছে বেশ খুশির খবর হিসেবেই সামনে এসেছে কারণ এই ম্যাচগুলির মধ্যে বেশকিছু উত্তেজনাপূর্ণ খেলাও রয়েছে। এর থেকে ভাল খবর ভারীয় দল এবং ক্রিকেট ভক্তদের কাছে আর কী হতে পারে যে, আসন্ন ২০১৮০১৯ মরশুমে ভারতীয় ক্রিকেটে ঘরের মাঠের খেলা এবং বিদেশ সফরের মধ্যে একটা আদর্শ ব্যালান্স থাকবে গত মরশুমের থেকে অনেকটাই বিপরীত, যেখানে গত মরশুমে হোম সিরিজেরই আধিক্য ছিল বেশি। এই মরশুম চলাকালীন টিম ইন্ডিয়া ৩০টির মত ওয়ান ডে, ২১টি টি২০ এবং ১২টি টেস্ট ম্যাচ। দলের চলতি মরশুম (২০১৭-১৮), শেষ হবে নিধাহাস ট্রফি দিয়ে যা খেলা হবে এ বছর মার্চে। নিধাহাস ট্রফি শেষ হওয়ার পর প্লেয়াররা ব্যস্ত হয়ে পড়বেন আইপিএল খেলতে, এবং আইপিএল শেষ হওয়ার পরপরই ২০১৮-১৯ মরশুমের শুরুয়াত হবে। এই মরশুমের শুরু হবে ঘরের মাঠে ভারত আফগানিস্থানের সর্বপ্রথম ঐতিহাসিক টেস্ট সিরিজ দিয়ে। এরপরেই ভারত আয়ারল্যান্ড সফরে যাবে টি২০ সিরিজ খেলতে। আয়ারল্যান্ড সফর শেষে ভারত ইংল্যান্ড যাবে সম্পূর্ণ সফর খেলতে, যেখানে ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে ৫টি টেস্ট, ৩টে ওয়ান ডে এবং ৩টি টি২০ ম্যাচ।
এছাড়াও এর মধ্যে এশিয়া কাপেও খেলতে হবে ভারতকে। এই মরশুমে ঘরের মাঠের খেলায়, ওয়েস্ট ইন্ডিজের সম্পূর্ণ ভারত সফর রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের ভারত সফরের শেষে ভারতীয় দল অস্ট্রেলিয়া সফরে উড়ে যাবে। এরপরেই ভারতের নিউজিল্যান্ড সফর রয়েছে, যদিও সেই সফরে কোনো টেস্ট ম্যাচ খেলা হবে না। ডিএনএ র রিপোর্ট অনুযায়ী বিসিসিআই নিউজিল্যান্ডে কোনো টেস্ট না খেলার পলিসি নিয়েছে কারণ আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড টাইম অনুসারে ভোর ৩:৩০ এ শুরু হওয়া টেস্টে ম্যাচ পৃথিবীর সব থেকে ধনী ক্রিকেট বোর্ডের কাছে ব্যবসায়িকভাবে লাভজনক হয় নয়। ২০১৯ এর ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার সীমিত ওভারের ভারত সফর রয়েছে। এই মরশুমের শেষ হবে ঘরের মাঠে জিম্বাবোয়ের ছোটো টি২০ সিরিজ দিয়ে।
ভারতের ২০১৮-১৯ মরশুমের সংক্ষিপ্ত বিবরণ
জুন ২০১৮: বনাম আয়ারল্যান্ড (২টি টি২০) (অ্যাওয়ে সিরিজ)
জুন ২০১৮: বনাম আফগানিস্থান (১টি টেস্ট) (হোম সিরিজ)
জুলাই-সেপ্টেম্বর ২০১৮: বনাম ইংল্যান্ড (৫টি টেস্ট, ৩টি ওডিআই, ৩টি টি২০) (অ্যাওয়ে সিরিজ)
সেপ্টেম্বর ২০১৮ : এশিয়াকাপ (আনুমানিক ৯টি ওয়ান ডে) (ভেনু এবং ডেট এখনও ফাইনাল হয় নি)
অক্টোবর-নভেম্বর ২০১৮: বনাম ওয়েস্ট ইন্ডিজ ( ২টি টেস্ট, ৫টি ওডিআই, ৩টি টি২০) (হোম সিরিজ)
নভেম্বর – ডিসেম্বর ২০১৮ : বনাম অস্ট্রেলিয়া (৪টি টেস্ট, ৩টি ওয়ান ডে, ৩টি টি২০) (অ্যাওয়ে সিরিজ)
জানুয়ারি-ফেব্রুয়ারি ২০১৯: বনাম নিউজিল্যান্ড (৫টি ওডিআই, ৫টি টি২০) (অ্যাওয়ে সিরিজ)
ফেব্রুয়ারি-মার্চ ২০১৯: বনাম অস্ট্রেলিয়া (৫টি ওডিআই, ২টি টি২০) (হোম সিরিজ)
মার্চ ২০১৯: বনাম জিম্বাবোয়ে (৩টি টি২০) (হোম সিরিজ)