ভূমিকম্পে সর্বস্ব হারানো হাইতির নারীদের ‘শয্যসঙ্গী হওয়ার বিনিময়ে ত্রাণ’ কার্যক্রম চালানোর অভিযোগ উঠেছে ব্রিটিশ দাতব্য সংস্থা ওয়ার্ল্ড ভিশনের বিরুদ্ধে।
২০১০ সালের ভয়ংকর সেই ভূমিকম্পের সময়ের এমন কেলেঙ্কারি ফাঁস করে দিয়েছেন সংস্থাটিরই একজন সাবেক কর্মকর্তা। তবে ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে।
২০১০ সালের ভূমিকম্পের পর দেশটিতে ত্রাণসহ বিভিন্ন সহায়তা দিয়ে আসছে ওয়ার্ল্ড ভিশন। সংস্থাটির সাবেক সেই কর্মকর্তা বলেন, হাইতিতে প্রতিষ্ঠানটির কর্মীরা ত্রাণ এবং অন্যান্য সহায়তার বদলে দুর্যোগ আক্রান্তদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতো।
এদিকে, এমন অভিযোগ অস্বীকার করেছে ওয়ার্ল্ড ভিশন। একই সঙ্গে বিষয়টি নিয়ে চারদিক দিক থেকে ক্ষোভ প্রকাশ করার পর সংস্থাটি শনিবার আনুষ্ঠানিকভাবে জানিয়েছে তারা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছে। এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।