সম্প্রতি টুইটারে দুই লাখ ফলোয়ার হারিয়েছেন অমিতাভ বচ্চন, এ খবর এর মধ্যেই জানেন অমিতাভ ভক্তরা। ফলোয়ার হারানোর পর টুইটার ছাড়ার ঘোষণাও দিয়েছিলেন বলিউডের এই মেগাস্টার।
পরবর্তীতে টুইটারের কর্মকর্তারা তাঁকে ফলোয়ার হারানোর কারণ ব্যাখ্যা করলে তিনি আবারও টুইটারের মাধ্যমে ভক্তদের সাথে থাকার সিদ্ধান্ত নেন। সবাই ভেবেছিল, ফলোয়ার হারানো নিয়ে অমিতাভের অসন্তোষের ব্যাপারটি তখনই থেমে গেছে। কিন্তু না, অমিতাভ আবারও টুইটার নিয়ে তাঁর অভিযোগ শুরু করেছেন। তবে, এবার সম্পূর্ণ অন্যভাবে।
বরাবরই সব কিছুতে অমিতাভ তাঁর সৃষ্টিশীলতার পরিচয় দেন। এবার ফলোয়ার হারানো নিয়ে টুইটারে নিজের লেখা একটি কবিতা পোস্ট করেছেন অমিতাভ। টুইটারকে উৎসর্গ করে হিন্দীতে লেখা কবিতার ইংরেজি সারমর্মও লিখে দিয়েছেন অন্যভাষী ভক্তদের জন্য।
কবিতায় তিনি টুইটারকে প্রশ্ন করেছেন, ‘হে পাখি! তোমার বাড়ি কোথায়? এখন পর্যন্ত তুমি উড়ে এসেছ, তোমার অনেক ভক্ত। তোমার কোন ভয় নেই, কিন্তু তুমি রেগে গেলে আমরা কোথায় যাব? তোমার আশীর্বাদ আমাদের সাথে থাকলে তোমার উপর নতুন ফুলের (শব্দের) বর্ষণ হবে!’