রোনালদো: আমার আর কোনো স্বপ্ন বাকি নেই ফুটবলে

রোনালদো: আমার আর কোনো স্বপ্ন বাকি নেই ফুটবলে

ফুটবল বিশ্বের অনন্য এক নক্ষত্র ক্রিশ্চিয়ানো রোনালদো। ইউরোপের অন্যতম সেরা ক্লাব স্পোর্টিং লিসবন, ম্যানচেস্টার ইউনাইটেডের পর রিয়াল মাদ্রিদের হয়ে খেলছেন তিনি। ক্লাবের অনেক শিরোপার পাশাপাশি জাতীয় দল পর্তুগালকেও এনে দিয়েছেন মর্যাদার ইউরোর শিরোপা। এতো কিছু অর্জনের পর এখন নিজের আর কোনো স্বপ্ন বাকি নেই। এমনটাই জানিয়েছেন বিশ্বের অন্যতম সেরা এ ফুটবলার।

 

ব্রাজিলিয়ান ইউটিউব চ্যানেল দেসিমপেদিদোসকে দেয়া সাক্ষাতকারে এমনটাই জানিয়েছেন রিয়াল মাদ্রিদ সুপারস্টার। তিনি বলেন, ‘আমি এত বেশি সুন্দর জিনিস জিতেছি যে আমার আর কোনো স্বপ্ন বাকি নেই। আমি কখনো ভাবিনি আমার ক্যারিয়ার এতটা অসাধারণ হবে।

 

এসময় রোনালদো আরও বলেন, নতুন কোনো জিনিসের কথা জানতে চাইলে আমি বিশ্বকাপের কথা বলব। এই মুহূর্তে ক্যারিয়ার শেষ হলেও আমি এটি নিয়ে বেশ গর্বিত থাকব। অনেকেই আমাকে পছন্দ করে এবং অনেকেই করে না। আমাকে যারা পছন্দ করে আমি তাদের মাঝে নিজেকে মেলে ধরি। যারা সবসময় আমাকে সমর্থন করে এবং পাশে থাকে।