মুক্তির দিনই চীনের বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে সালমান খানের সুপারহিট মুভি ‘বজরঙ্গি ভাইজান’। প্রথম দিনেই ভাইজানের ছবি চীনের বাজারে ২.৩৮ মিলিয়ন মার্কিন ডলারের ব্যবসা করেছে (অবিশ্বাস্য মনে হলেও সত্যি!)। এর আগে চীনের বাজারে প্রথম দিনে সর্বাধিক আয়ের রেকর্ডটি ছিল আরেক সুপারস্টার আমির খানের সুপার মুভি ‘থ্রি ইডিয়টস’-এর। সেটি মুক্তির প্রথম দিন ব্যবসা করে ২.২ মিলিয়ন মার্কিন ডলার।
ধারণা করা হচ্ছে, ‘বজরঙ্গি ভাইজান’ প্রথম দিনই ৩০ থেকে ৩৫ কোটি রুপির ব্যবসা করবে।
ছবিটি চীনব্যাপী ৮০০০ প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়েছে। এটাই এ পর্যন্ত চীনের বাজারে কোনো ভারতীয় ছবির সর্বাধিক প্রেক্ষাগৃহে মুক্তি। এর আগে আমির খানের দুটি ছবি ‘দঙ্গল’ এবং ‘সিক্রেট সুপারস্টার’ যথাক্রমে ৬০০০ ও ৫০০০ প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়।
কবির খান পরিচালিত এই ক্রস-বর্ডার ড্রামাটি ভারতের বাজারেও ৩২০ কোটি রুপির ব্যবসা করে। যা ভারতের অন্যতম ব্যবসাসফল ছবির তালিকায় স্থান করে নেয়। ছবিটি চীনে একটি মজার নামে প্রচার করা হচ্ছে। আর নামটি হলো ‘লিটল লোলিতা মাঙ্কি গড আঙ্কেল ইন চায়না’।
ছবিটিতে কারিনা কাপুর খান ও হর্ষালি মালহোত্রা অন্য দুটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন।