আজারবাইজানের রাজধানী বাকুতে মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে অগ্নিকাণ্ডে অন্তত ২৬ জনের মৃত্যু

আজারবাইজানের রাজধানী বাকুতে মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে অগ্নিকাণ্ডে অন্তত ২৬ জনের মৃত্যু

আজারবাইজানের রাজধানী বাকুতে একটি মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে অগ্নিকাণ্ডে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দেশটির বার্তা সংস্থা এপিএ এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় শুক্রবার ভোরের দিকে বাকুর খাতাই জেলায় রিপাবলিকান নারকোলোজিক্যাল ডিসপেনসারিতে এই অগ্নিকাণ্ড ঘটে। সকাল ৮ টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে অগ্নিনির্বাপন বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন। পুনর্বাসন কেন্দ্রের যে অংশটিতে রোগীরা ঘুমাতো সেই অংশেই আগুন ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছিল।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, অগ্নিকাণ্ডে ২৬ জনের মৃত্যু হয়েছে। তবে স্থানীয় সংবাদমাধ্যম এ সংখ্যা ৩০ বলে জানিয়েছে। আহত আরো চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় টেলিভিশন চ্যানেল আজেরিতে প্রচারিত দৃশ্যে দেখা গেছে, একতলা ভবনটি থেকে দাউ দাউ করে আগুন বের হচ্ছে। অগ্নিনির্বাপন বাহিনীর সদস্যরা আগুন নেভাতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে।