মুম্বাই টি-টুয়েন্টি লিগ থেকে নিজের নাম প্রত্যাহার করেছে শচীন পুত্র অর্জুন টেন্ডুলকার। ট্রুনামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শচীন টেন্ডুলকারের পরামর্শেই নাম প্রত্যাহার করেন অর্জুন। আগামী ১১ মার্চ থেকে শুরু হয়ে আয়োজনটি চলবে ২১ মার্চ পর্যন্ত।
জানা যায়, কিছুদিন আগে চোট পেয়েছিলেন অর্জুন। আর সেই চোট যাতে না বাড়ে সেজন্যই না খেলার পরামর্শ দেন শচীন। শচীনের কথায় ক্রিকেট ছাড়লেন ছেলে অর্জুন!
এই মুহূর্তে মুম্বাইয়ের বিভিন্ন ক্রিকেটাররা বিভিন্ন লিগে খেলছেন। কেউ কেউ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ নিদাহাস ট্রফির জন্য তৈরি হচ্ছেন, আবার কয়েকজন ইরানি ট্রফিতে ব্যস্ত সময় পার করছেন। এবার অর্জুন নাম তুলে নেয়ায় টুর্নামেন্টের আয়োজকরা বড় ধাক্কায় পড়েছেন।
ভারতের গণমাধ্যমগুলো জানায়, শেষ দু’বছরে অর্জুনের শারীরিক বৃদ্ধি অনেক দ্রুতগতিতে হয়েছে। প্রতি দু’মাস অন্তর তার শারীরিক বৃদ্ধি চোখে পড়ে। সেই কারণেই পরপর দু’বার চোট পেয়েছেন শচীনপুত্র।
চোটের কারনে এর আগে প্রায় এক বছর মাঠের বাইরে থাকতে হয়েছিল অর্জুনকে। তাই এবারের পাওয়া চোট যাতে বড় না হয় সেজন্যই এত কড়াকড়ি শচীনের।