তুরস্কের রাজধানী আঙ্কারায় সোমবার মার্কিন দূতাবাস বন্ধ রয়েছে। নিরাপত্তা হুমকির কারণে যুক্তরাষ্ট্রের প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। আঙ্কারায় মার্কিন মিশনের ওয়েবসাইটে এতথ্য জানানো হয়। খবর এএফপি’র
২০১৩ সালে দেশটিতে মার্কিন দূতাবাসে আত্মঘাতী হামলায় তুরস্কের এক নিরাপত্তা কর্মী নিহত হয়।
একাধিক ইস্যুতে যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে সাম্প্রতিককালে সম্পর্কের অবনতি ঘটে। এর অন্যতম কারণ সিরিয়ান কুর্দিশ মিলিশিয়াদের যুক্তরাষ্ট্রের অস্ত্র দেয়া। এর ফলে ন্যাটোর মিত্র দেশ যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে সম্পর্কে ফাটল ধরে।
সিরিয়ার পশ্চিমাঞ্চলে ওয়াইপিজে’র শক্তিশালী ঘাঁটি আফ্রিনে তাদের বিরুদ্ধে গত ২০ জানুয়ারি আঙ্কারা অভিযান শুরু করে।
তুরস্ক ওয়াইপিজে’র সঙ্গে কাজ করা বন্ধ করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে। এদিকে তুর্কি অভিযানের ব্যাপারে যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে।