আফগানিস্তানে আইএস ও তালেবানদের গোপন ঘাঁটি লক্ষ্য করে পৃথক সেনা হামলায় আরও কমপক্ষে ২২ জঙ্গি নিহত হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
দেশটির মিতারলামের বাসরাম, কামা, নাহর সারাজ, নাদ আলি জুড়ে স্থল ও বিমান হামলা চালিয়ে এসব জঙ্গিদের হত্যা করা হয়েছে।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সারা দেশজুড়ে জঙ্গিবিরোধী অভিযান চালাচ্ছে সেনারা। বিমান হামলায় আইএস ও তালেবান মিলিয়ে মোট ৪২ জন জঙ্গি নিহত হয়।