ইতালি ও স্পেনের বিপক্ষে প্রীতি ম্যাচে জাতীয় দলে জায়গা হয়নি তার। এরপর থেকেই পুরোপুরি ছন্দ ফিরে পেয়েছেন আর্জেন্টাইন তরুণ ফরোয়ার্ড। চ্যাম্পিয়ন লিগে শেষ ষোলোর ফিরতি লেগে পিছিয়ে পরেও তার দারুণ গোলে পরের রাউন্ড নিশ্চিত করা জুভেন্টাস রবিবার ইতালিয়ান সিরিআ’তে একাই উদিনেজেকে হারিয়েছে পাউলো দিবালা।
নিজেদের মাঠে ২৪ বছরের এই তারকার জোড়া গোলে ২-০ ব্যবধানে জয় পায় ইতালিয়ান পাওয়ার হাউজ। জেতা ম্যাচটিতে দুই অর্ধে একবার করে বল জালে জড়ান এই আর্জেন্টাইন।
ম্যাচের ২০তম মিনিটে জুনিয়র মেসি খ্যাত এই ফরোয়ার্ডের নৈপুণ্যে এগিয়ে যায় সিরিআ’র বর্তমান চ্যাম্পিয়নরা। প্রায় ২২ গজ দূর থেকে চমৎকার ফ্রি-কিকে সামনের রক্ষণ প্রাচীরের ওপর দিয়ে বল জালে পাঠান এই তরুণ।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমে গোল পেতে খুব বেশি দেরি করতে হয়নি দিবালাকে। ম্যাচের ৫২ মিনিটে স্বদেশি হিগুয়েনের পাস পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন এই তারকা। চলতি লিগে এটি তার ১৭তম গোল।
লিগে টানা দুই ম্যাচে ও সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে গোল করলেন দিবালা।
২৭ ম্যাচে ২৩ জয় ও দুই ড্রয়ে ৭১ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে উঠেছে জুভেন্টাস। ৬৯ পয়েন্ট নিয়ে জুভেন্টাসের ঠিক পিছনে আছে নাপোলি।