শ্রীলংকাই চাপে থাকবে - মাহমুদুল্লাহ

শ্রীলংকাই চাপে থাকবে - মাহমুদুল্লাহ

১৭৭ রানের লক্ষ্য টি-২০ ক্রিকেটে খুব একটা বড় টার্গেট নয়। বিশেষ করে আগেরদিনই যখন লক্ষ্যে ছোটা দলটা ২১৫ রান তুলে নিয়ে জয় পেয়েছিল, তখন তো নয়ই। অথচ বুধবার বাংলাদেশের সামনে ১৭৭ রানই যেন হয়ে উঠল পাহাড়সম। ভালো ক্রিকেট খেলেও ব্যাটসম্যানরা লক্ষ্যে পৌঁছাতে পারলেন না বারবার আশা জাগিয়েও।

ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ্‌ রিয়াদও জানান, ১৭৭ রান তাড়া করার মতো লক্ষ্যই ছিল।

হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আজকে সব মিলিয়ে যদি পারফরম্যান্স দেখেন, বোলিংয়ের শুরু ভালো হয়েছিল প্রথম ৮-১০ ওভার। শেষ দিকে ২-৩টি ওভারে বেশি রান হয়েছে। সেখানে ১০টি রানও কম দিতে পারলে হয়ত বা ভালো হতো। ব্যাটিংয়েও ১৬০ রানের মধ্যে মুশির একাই ৭২। টপ অর্ডারে আরেকজন ভালো করতে পারলে হয়ত ব্যবধান গড়া যেত। সেটি আমরা পারিনি।’

 

লক্ষ্যে পৌঁছাতে না পারার পেছনে মুশফিকুর রহিমের মতো আরেকজন ব্যাটসম্যানের বড় ইনিংস না থাকাকে দুষছেন রিয়াদ। রান তাড়া করার মতো ছিল জানিয়ে বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত দলপতির ভাষ্য, ‘আমার মতে, ওই রান তাড়া করার মতই ছিল। আমার বিশ্বাস ছিল আমরা পারব। কিন্তু মুশি ছাড়া আর কেউ ভালো করতে পারেনি। তামিম যদিও দ্রুত রান নিয়ে শুরু করেছিল, কিন্তু আরেকজন যদি দ্রুত ২৫-৩০ রানের ইনিংস খেলতে পারত, তাহলে অন্যরকম হতো।’

 

ভারতের ইনিংসের শুরুটা ছিল ধীর-স্থির। পরবর্তীতে ওভার যত গড়িয়েছে, বেড়েছে রানের চাকার গতি। অন্যদিকে বাংলাদেশ দ্রুত রান তোলার চেষ্টা করে শুরুতে সফল হলেও দ্রুত উইকেট হারিয়ে পড়ে যায় চাপে। রিয়াদ বলেন, ‘রোহিত শুরুতে সময় নিয়েছে। ইনিংসটি আস্তে আস্তে গড়েছে। খুব ভালো ব্যাট করেছে। আমরা হয়ত শুরুতে খুব তাড়াহুড়ো করেছি। এই জায়গাগুলোয় উন্নতি করতে হবে আমাদের। আরও পরিষ্কার ভাবনা ও পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হবে।’