নেপাল খেলবে আন্তর্জাতিক ওয়ান ডে

নেপাল খেলবে আন্তর্জাতিক ওয়ান ডে

বিশ্বকাপের যোগ্যতা পর্বের প্লে অফে পাপুয়া নিউগিনির বিরুদ্ধে ৬ উইকেটে জিতে বিশ্ব ক্রিকেটে ইতিহাস সৃষ্টি করল

ভারতের প্রতিবেশী দেশ নেপাল। তার এবার আন্তর্জাতিক ওয়ান ডে খেলার যোগ্যতা অর্জন করল। এই মুহূর্তে নেপাল ক্রিকেট বোর্ড আইসিসি-র দ্বারা নির্বাসিত। ১৯৮৮ আইসিসি প্রথমে নেপালকে অ্যাফিলিয়েশন দিয়েছিল। ১৯৯৬ সালে অ্যাসোসিয়েটেডের মর্যাদা পায় ভারতের এই প্রতিবেশী রাষ্ট্র। ২০০৮ সালে নেপাল ওয়ার্ল্ড ক্রিকেট লিগ ডিভিসন ৫ -এ অংশ নেয়। সেখানে তৃতীয় হয়েছিল তারা।

 

দু বছর পর তারা ডিভিসন ৫ -এ জেতে এবং ডিভিসন ৪ এ তৃতীয় হয়। ২০১২ সালে সেখানে জেতার পর তারা ওয়ার্ল্ড ২০-২০ -র যোগ্যতা অর্জন পর্বে -র ছাড় পায়। ২০১৩ সালে তারা ডিভিসন ৩ চ্যাম্পিয়নও হয়েছিল। ২০১৫ সালে এরা ডিভিসন ২ থেকে অবনমন হয়।