এমনিতেই ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলির বদনামের অভাব নেই। মাঠে বিভিন্ন সময়ে বাজে আচরণ ও অঙ্গভঙ্গির কারণে বিতর্কের ইস্যু হয়েছেন তিনি। এবার পেলেন ভাঁড়ের উপাধি।
সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে করা এক পোস্টে কোহলিকে এ উপাধি দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক খেলোয়াড় পল হ্যারিস।
টুইটে হ্যারিস লেখেন, ‘দক্ষিণ আফ্রিকায় তিনটি টেস্টে কোহলির আচরণ দেখে ভাঁড়ের মতো ছাড়া আর কিছুই মনে হয়নি। এটা দেশে আমার মনে হয় আইসিসির হয় রাবাদার অথবা প্রোটিয়াদের সঙ্গে কোনো সমস্যা আছে।’
এর আগে দক্ষিণ আফ্রিকার বোলার কাগিসো রাবাদাকে ‘প্রতিপক্ষ দলের খেলোয়াড়ের সঙ্গে বাজে আচরণের’ কারণে শাস্তি দেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তাকে চলমান অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের তৃতীয় ও চতুর্থ টেস্টে নিষিদ্ধ করা হয়।
দক্ষিণ আফ্রিকা দলে ক্রিকেটার পল হ্যারিসের অভিষেক হয় ২০০৭ সালে। দেশটির জাতীয় দল ছাড়াও ঘরোয়া ক্রিকেটও খেলেছেন বা-হাতি এ স্পিনার।