রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন-২০১৮ এর ফলাফলের এখন যেন আনুষ্ঠানিক ঘোষণাটাই বাকি। আর তাই আগেভাগে নির্বাচনী কেন্দ্রে ভোট দিয়ে আসেন বর্তমান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রবিবার ভোট শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে রাজধানী মস্কোর রুশ একাডেমিক বিজ্ঞান ভবনে ২১৫১ নম্বর ভোট কেন্দ্র ভোট দেন তিনি। মস্কোতেও সকাল আটটায় (বাংলাদেশ সময় ১১টা) ভোটগ্রহণ শুরু হয়েছে।
রুশ গণমাধ্যমের খবরে দেখা যায়, ভোটকেন্দ্রে গিয়ে পুতিন নির্বাচন কর্মকর্তার কাছে নিজের পাসপোর্ট দিলে তাঁকে ব্যালট পেপার দেওয়া হয়। পরে গোপন কক্ষে গিয়ে ভোট দেন তিনি।
ভোট কক্ষ থেকে বের হয়ে সাংবাদিকদের পুতিন বলেন, ‘ভোটের ফলাফল যাই হোক, আমার জন্য সফলতা নিয়ে আসবে। আশা করি, ভোট আমার পক্ষেই আসবে। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের ফের আইনগত অধিকার দেওয়া হবে আমাকে।’
এদিকে জনমত জরিপে এগিয়ে আছেন পুতিন।ধারণা করা হচ্ছে, নির্বাচনে ৭০ শতাংশ ভোট পেতে চলেছেন পুতিন।
বর্তমান রুশ প্রেসিডেন্ট পুতিনের প্রতিদ্বন্দ্বী সাতজন। তাদের মধ্যে রয়েছেন বামপন্থি ধনকুবের পাভেল গ্রুদিনিন, সাবেক টিভি উপস্থাপক কেসেনিয়া সোবচাক।