ম্যাচ জয়ের পর সেই মুস্তাফিজকে নিয়েই রোমাঞ্চিত ভারতের অধিনায়ক রোহিত শর্মা। কদিন পর এ বোলারকেই সতীর্থ হিসেবে তিনি পাবেন আইপিএল এর দলে।
এবারের আইপিএলে মুস্তাফিজ খেলবেন মুম্বাই ইন্ডিয়ান্সে— আইপিএলের এ সফল ফ্রাঞ্চাইজির অধিনায়ক রোহিত। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ভারতের যখন প্রয়োজন ৩ ওভারে ৩৫ রান, মুস্তাফিজ তখন অসাধারাণ এক মেডেন ওভারে বাংলাদেশের জয়ের সম্ভাবনাকে এগিয়ে নেন। তার করা ১৮তম ওভারে মাত্র ১ রান আসে বাই থেকে। এ ম্যাচে ৪ ওভারে ২১ রান দিয়ে মুস্তাফিজ নেন ১ উইকেট।
এছাড়া ৭ উইকেট নিয়ে আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ফিজ। টুর্নামেন্টের প্রথম লড়াইয়ে রোহিতকে আউট করেছিলেন মুস্তাফিজ। ফাইনালের আগে প্রথম স্পেলে একটি মেডেন ওভার করে ৪ রানে নিয়েছিলেন ২ উইকেট। কদিন পর এ বাঁহাতি পেসারকে নেতৃত্ব দেবেন রোহিত। জানালেন মুম্বাই ইন্ডয়ান্সে তাকে পেয়ে তিনি রোমাঞ্চিত।
আন্তর্জাতিক ক্রিকেটে মুস্তাফিজ দারুণ প্রতিশ্রুতিশীল একজন বোলার। রোহিতের আশা মুম্বাই ইন্ডিয়ান্সে ভালো করবেন মুস্তাফিজ।