চিত্রনায়ক আলমগীরের পরিচালনায় ‘একটি সিনেমার গল্প’ ছবিতে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা। এ ছবিতে ঢালিউড তারকা আরিফিন শুভর বিপরীতে জুটি বেঁধেছেন তিনি। এ বিষয়ে মুঠফোনে ঋতুপর্ণা বলেন, ‘ছবিটি মুক্তির আগেই ঢাকায় চলে আসার চেষ্টা করছি। ভীষণ ইচ্ছে আছে ঢাকার কয়েকটি হলে শুভকে সঙ্গে নিয়ে ছবিটি
উপভোগ করার। বাংলাদেশের সিনেমা হলে গিয়ে এর আগে ছবি উপভোগ করার কোনো অভিজ্ঞতা নেই। অনেক কৃতজ্ঞতা আলমগীর ভাইয়ের প্রতি। তার নির্দেশনায় কাজ করে আমি মুগ্ধ।’
বিষয়টি নিয়ে শুভ বলেন, ‘এ ছবির গল্প, সংলাপ, প্রত্যেক শিল্পীর অভিনয় ও গান সবাইকে মুগ্ধ করবে। এটি গতানুগতিক কোনো গল্পের ছবি নয়। এ ছবিতে হয়তো আমাদের ইন্ডাস্ট্রির কেউ কেউ নিজেদের জীবনের গল্পও খুঁজে পেতে পারেন।’
উল্লেখ্য, এটি আলমগীরের ষষ্ঠ পরিচালনার সিনেমা। আগামী ১৩ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। এতে পরিচালনার পাশাপাশি অভিনয়ও করেছেন আলমগীর। আর ছবির সঙ্গীত পরিচালনা করেছেন নন্দিত কণ্ঠশিল্পী রুনা লায়লা।