স্বাগতিক রাশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই দেশের বাইরে ২০১৮ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে ব্রাজিল। শুক্রবার মস্কোয় হবে প্রীতি ম্যাচটি। এদিন আর্জেন্টিনা-ইতালি, জার্মানি-স্পেন, নেদারল্যান্ডস-ইংল্যান্ডও মুখোমুখি হবে প্রীতি ম্যাচে।
রাশিয়ার কন্ডিশনের সাথে আগেভাগে মানিয়ে নিতেই ব্রাজিল কোচ তিতের এই সিদ্ধান্ত। রোববার মস্কোয় পৌঁছে সোমবারই অনুশীলনে নেমে যায় তিতের দল। পায়ের পাতায় অস্ত্রোপচার হওয়ায় সফরে নেই দলের সেরা তারকা নেইমার।
বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষনার আগে তিতে চান সবাইকে সুযোগ দিতে। সে জন্যই ফিলিপে কৌতিনিয়ো, মার্সেলো, রবের্ত ফিরমিনো, গ্যাব্রিয়েল জেসুস, কাসেমিরো ও উইলিয়ানদের মত বড় মাপের খেলোয়াড়দের সাথে দলে সুযোগ পেয়েছে বেশ কজন নতুন মুখ। তবে, ২৫ জনের দল থেকে তার সফরসঙ্গী হয়েছে ১৬ জন।
শুক্রবার মস্কোয় রাশিয়ার মোকাবেলা করে চার দিন পর বার্লিনে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে লড়বে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ১৭ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে মিশন শুরু করবে ব্রাজিল। ‘ই’ গ্রুপের অন্য দুই দল সার্বিয়া ও কোস্টারিকা।