দিনেশ কার্তিক বলেন ম্যাচ জেতানোটি ছিল তার কর্মফল

দিনেশ কার্তিক বলেন ম্যাচ জেতানোটি ছিল তার কর্মফল

নিধাস ট্রফিতে ফাইনাল ম্যাচে ছয় মেরে দলকে জেতানোর সেই ঘটনাকে নিজের ‘কর্মফল’ হিসেবে মনে করছেন দিনেশ কার্তিক।

দুই দিন আগে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ৮ বলে ২৯ রান করে দলকে চ্যাম্পিয়ন বানান এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। শেষ বলে জয়ের জন্য তাদের পাঁচ রান দরকার ছিল। কার্তিক সৌম্য সরকারকে কাভার দিয়ে ছয় হাঁকান।

চেন্নাইতে একটি সংবাদ সম্মেলনে কার্তিক বলেন, ‘আমি আমার ক্রিকেট ক্যারিয়ারে যত ভালো কাজ করেছি সম্ভবত ওই ছয়টি তার কর্মফল। যদি চার হতো ম্যাচ সুপার-ওভারে যেত। তখন পরিস্থিতি অন্যরকম হতো। বছরের পর বছর আপনি যে ভালো কাজ করবেন, তার ফল পাবেন।’

ম্যাচটিতে কার্তিক সাত নম্বরে ব্যাট করতে আসেন। ওই সময় শেষ দুই ওভারে ভারতের দরকার ছিল ৩৪ রান। রুবেলের এক ওভারে ২২ রান নেন তিনি। নিজের প্রথম তিন বলে দুই ছয়, এক চার হাঁকান। শেষ পর্যন্ত অবিশ্বাস্যভাবে ম্যাচটি শেষ করে আসেন।