ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা পরীমনি। সম্প্রতি তিনি চলচ্চিত্র প্রযোজনার ঘোষণা দিয়েছেন। তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘সোনার তরী’-এর লোগো উম্মোচন ও নতুন সিনেমা ‘ক্ষত’ নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন তিনি। এ সিনেমাটি পরিচালনা করছেন শামীম আহমেদ রনি। কিন্তু ‘সোনার তরী’ প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম পরিচালক মাস্টার মেকার খ্যাত নির্মাতা মালেক আফসারি। রাইজিংবিডিকে এমনটাই জানান সোনার তরীর কর্ণধার পরীমনি।
এ প্রসঙ্গে পরীমনি রাইজিংবিডিকে বলেন, ‘চলচ্চিত্র প্রযোজনা করব এ পরিকল্পনা অনেক আগে থেকেই ছিল। এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ‘রেড হার্ট’ নামের একটি সিনেমা নির্মাণ করব। আর এই সিনেমাটি পরিচালনা করবেন মালেক আফসারি স্যার। এই কথা অনেক আগেই আমরা পাকা করে রেখেছি। সে হিসেবে ‘সোনার তরী’-এর প্রথম নাবিক মালেক আফসারি স্যার। কিন্তু ‘রেড হার্ট’ ইংরেজি নাম হওয়ায় এর নাম ও গল্প পরিবর্তন করতে হচ্ছে। যে কারণেই এই কাজটি শুরু করতে দেরি হচ্ছে। এরই মধ্যে জায়েদ খানের ‘এক কয়েদির ডায়েরি’ সিনেমার কাজটি মালেক আফসারি স্যার শুরু করেছেন। এদিকে আমার ‘ক্ষত’ সিনেমার গল্প রেডি হয়ে গেছে। তাই এই সিনেমার শুটিং আগে শুরু করছি। আমি আবারো বলছি, ‘সোনার তরী’-এর প্রথম সিনেমা নির্মাতা মালেক আফসারি স্যার।’’
নির্মাতা মালেক আফসারি বলেন, ‘একটি হাউজ একইসঙ্গে একাধিক ছবি তৈরি করতে পারে। এটা নিয়ে উৎকণ্ঠার কী আছে? প্রযোজনা সংস্থা যখনই কাজ শুরু করবে তখনই আমি পরিচালনা করব। বিষয়টি নিয়ে বিভ্রান্তির কিছু নেই। সোনার তরীর চুক্তিবদ্ধ হওয়া প্রথম পচিালক আমি।’
সর্বশেষ পরীমনি-জায়েদ খানকে নিয়ে মালেক আফসারি ‘অন্তর জ্বালা’ নামের সিনেমা নির্মাণ করেন। এটি গত বছরের শেষের দিকে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সিনেমাটিতে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছেন জায়েদ খান ও পরীমনি।