বল টেম্পারিং কথা স্বীকার করলেন অস্ট্রেলিয়ান ওপেনার ক্যামেরুন ব্যানক্রফট। কেপটাউন টেস্টের দ্বিতীয় দিনের শেষ সেশনে বল টেম্পারিংয়ের চেষ্টা করেন এই অজি ব্যাটসম্যান। ভিডিও ফুটেজে দেখা যায় হতে বল নিয়ে একটি ছোট হলুদ রঙের ধাতব বন্তু দিয়ে বল টেম্পারি করে আবার সেটা পকেটে রেখে দেয় ব্যানক্রফট। পরে আবার সেই বন্তু নিজের টাউজারের ভিতরে লুকানোর চেষ্টা করেন অজি ফিল্ডার। ফুটেজ দেখার পর সিদ্ধান্ত নেয়ার দুই আম্পায়ার নাইজেল লং ও রিচার্ড ইলিনগ্রোথ অজি অধিনায়ক ও ব্যানক্রফটকে ডাকেন। কিন্তু ব্যানক্রফট জানান, এটি ছিল সান গ্লাসের অংশ। তাই আম্পায়ার কোনো পেনাল্টি না দিয়েই খেলা চালিয়ে যায়। পরে অবশ্য ম্যাচ অফিসিয়ালের কাছে নিজের দোষের কথা স্বীকার করেন ব্যানক্রফট ও অধিনায়ক স্মিথ।