জমে উঠছে কেপটাউন টেস্ট। তৃতীয় টেস্টের তৃতীয় দিন শেষে ২৯৪ রানের লিড নিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। হাতে আছে এখনো ৫ উইকেট। এর আগে দক্ষিণ আফ্রিকার ৩১১ রানের প্রথম ইনিংসের জবাবে ২৫৫ রানে থামে অজিরা। চার ম্যাচ সিরিজের ১-১ সমতা বিরাজ করছে। এর আগে দিনের শুরুটা অবশ্য ভাল হয়নি প্রোটিয়াদের। আগের ইনিংসে সেঞ্চুরি হাঁকানো ডেন এলগার ফেরেন দ্রুতই। ইনিংস লম্বা করতে পারেন নি হাশিম আমলাও। তবে প্রান্ত আগলে রেখে ব্যাট করেছেন আরেক ওপেনার মার্করাম। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন অভিজ্ঞ ডি ভিলিয়ার্স। ভালই ব্যাটিং করে ক্যারিয়ারে চতুর্থ সেঞ্চুরির পথে এগোচ্ছিলেন মার্করাম।
কিন্তু, ব্যক্তিগত ৮৪ রানে আউট হন তিনি। তার আউটের পরপরই প্যাভিলিয়নে ফিরেছেন অধিনায়ক ডু প্লেসি ও বাবুমা। তবে, দিন শেষে ডি ভিলিয়াস ৫১ ও ডি কর্ক ২৯ রান নিয়ে অপরাজিত থেকে চতুর্থ দিনে ব্যাট করতে নামবেন।