নিজের এইডসে আক্রান্ত হবার খবর গোপন করার কারণে প্রেমিকার হাতে খুন হলেন এক কেনিয় যুবক।
ফরিদ মহম্মদ হালিম নামে এই যুবককে খুন করেন তার মডেল প্রেমিকা। খবরে প্রকাশ, ফরিদের ঘরে হলুদ রঙের হলুদ রঙের একটি কার্ড দেখেই তিনি ফরিদের এইডস হবার বিষয়টি জানতে পারেন।
এইচআইভিতে আক্রান্ত হবার ঘটনাটি নিয়ে তাদের ভেতর শুরু হয় বচসা। একসময় প্রেমিক ফরিদ তাকে ছুরি দিয়ে মারতে আসেন।
ক্ষিপ্ত অবস্থায় প্রেমিকাও বুঝতে পারছিলেন না কী করবেন। এমতবস্থায় সে তার প্রেমিকের চোখে আঙ্গুল ঢুকিয়ে দেয়।
তারপর ছুরি হাতে তুলে নিয়ে পরপর ২২ বার কুপিয়ে হত্যা করেন তার প্রেমিককে।
তবে বিষয়টি এতদিন সে গোপনই রেখেছিল। ঘটনার তিন বছর পর আদালতে বিষয়টি সামনে আনে সম্প্রতি। আদালতে পুরো ঘটনার বিস্তারিত কবুল করে কান্না মিশ্রিত কন্ঠে বিচারকের কাছে রুথ বলে, ‘আমি ওকে খুব ভালবাসতাম।
কিন্তু ও আমাকে এভাবে ঠকাবে ভাবতে পারিনি’। খানিক থেমে দলাপাকানো কন্ঠে বিচারককে সে বলেছে, ‘বিশ্বাস করুন, আমি ওকে খুন করতে চাইনি। নিজের প্রাণ বাঁচাতেই খুন করতে বাধ্য হয়েছি। না হলে ওই যে আমাকে প্রাণে মেরে ফেলতো’।