‘আমার গান গেয়ে নামডাক হয়েছে। আমি গান গেয়ে মানুষের সবচেয়ে বেশি কাছে এসেছি, ভালোবাসা পেয়েছি। কিন্তু সত্যি কথা হলো, জীবনে যা হতে চেয়েছি, তা হতে পারিনি। সত্যি এ জীবনে আমি ভালো অভিনেতা হতে চেয়েছি। কিন্তু তা হতে পারিনি। আমি সৌমিত্রের জায়গায় পৌঁছাতে চেয়েছিলাম। কিন্তু সেটা হওয়া সম্ভব না। নতুন করে আমি আর অভিনেতা হতে পারবো না। তিনি অনেক কাজ করেছেন। যা আমি করতে পারব না।’
ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী ও টালিগঞ্জের অভিনয়শিল্পী অঞ্জন দত্ত এভাবেই তার জীবনের অপূর্ণ আকাঙ্ক্ষার কথা চলেন।
তিনি বলেন, ‘অভিনেতা হিসেবে আমি সেভাবে পরিচিতি পাইনি। হয়তো অনেক বড়মাপের পরিচালকের সঙ্গে কাজ করেছি, কিন্তু বড় অভিনেতা হতে পারিনি।’
মঙ্গলবার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রের অডিটোরিয়ামে তাকে নিয়ে লেখা বই ‘অঞ্জনযাত্রা’র মোড়ক উন্মোচন করতে এসে এভাবেই নিজের জীবনের কথা বলেন অঞ্জন দত্ত। বইটি লিখেছেন সাজ্জাদ হুসেইন।
অঞ্জন দ্ত্ত চলচ্চিত্রে রাজনীতির উপস্থাপন সম্পর্কে বলেন, ‘আমি নিজে কোনো রাজনীতি করি না, করিওনি। তবে প্রত্যক্ষভাবে রাজনীতির সাথে জড়িত আমার বন্ধুদের আমি দেখেছি। সেখানে তাদের স্ট্রাগল দেখেছি। সেগুলো আমাকে প্রভাবিত করেছে। আমি তাদেরকে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছি। কিন্তু কখনো কোনো সমস্যা হয়নি। কারণ রাজনীতি আর বন্ধুত্ব আলাদা বিষয়। বন্ধুর জন্য সবকিছু করা যায়।’
নিজের গান ও চলচ্চিত্রে সৃষ্টি করা বিভিন্ন নারী চরিত্র নিয়ে তিনি বলেন, ‘চলচ্চিত্র-গানে যেসব চরিত্র আছে এগুলো আমার চেনা। হয়তো তাদেরকে আমি অন্য নামে চিনি। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে সেগুলো আমার সৃষ্টি করা। এগুলো একটা গল্পের জন্য নির্মিত। শুধু নারী চরিত্র নয় পুরুষ চরিত্রগুলোও। সেগুলোও আমার পরিচিত, আমার চেনা মানুষ।’
অনুষ্ঠানে এক ভক্ত প্রশ্ন করেন ‘আপনার জীবনে অনুপ্রেরণা কে?’ অঞ্জন খানিকটা মুচকি হেসে বলেন, ‘কে আবার, আমি নিজে!’