ভেনেজুয়েলার ভ্যালেন্সিয়ায় পুলিশ স্টেশনে দাঙ্গা ও অগ্নিকান্ডে অন্তত ৬৮ জন নিহত হয়েছেন।
ভেনেজুয়েলার পশ্চিমাঞ্চলীয় কারাবোবো রাজ্যের ভ্যালেন্সিয়ায় পুলিশ সদর দপ্তরে দাঙ্গা ও অগ্নিকাণ্ডে এ নিহতের ঘটনা ঘটে। এ সময় এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।
দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার রাতে দাঙ্গা শুরুর পর কারাবন্দিরা কারাগারের ভেতর আগুন ধরিয়ে দেয়। এ সময় দম বন্ধ হয়ে বহু বন্দী মারা যায়। বন্দিদের স্বজনরা সদর দপ্তরের বাইরে জড়ো হলে, তাদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ছোঁড়ে পুলিশ। পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
গেলো বছর দক্ষিণাঞ্চলীয় অ্যামাজোনাস রাজ্যের কারাগারে নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় সংঘর্ষে ৩৭ বন্দি নিহত হয়। আহত হয় ১৪ পুলিশ সদস্য।
মানবাধিকারকর্মীদের অভিযোগ, ভেনেজুয়েলায় কারাগারের ভেতর সন্ত্রাসী দলগুলো অবাধে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করে। এছাড়া কারাগারগুলোতে ধারণ ক্ষমতার বেশি বন্দি রাখা হয় বলে জানা গেছে ।