আর্নল্ড শোয়ার্জনেগার সম্প্রতি এক জরুরী অস্ত্রোপচারের মধ্য দিয়ে গেছেন। বৃহস্পতিবার (২৯ মার্চ) হঠাৎ করেই তাঁর হৃদযন্ত্রে সমস্যা দেখা দেয়।
৭০ বছর বয়সী আর্নল্ডের আগেও একবার ওপেন হার্ট সার্জারি হয়েছে। হাসপাতালে যাওয়ার পর পরীক্ষা-নিরীক্ষায় দেখা যায় কিছু জটিলতার সৃষ্টি হয়েছে। ফলে, চিকিৎসকরা আর দেরি না করে জরুরী ভিত্তিতে আবারও আর্নল্ডের হার্ট সার্জারি করেছেন। তবে, ওপেন হার্ট সার্জারি না করে এবার তাঁর ক্যাথেটার ভাল্ব পরিবর্তন করে দেয়া হয়েছে।
শুক্রবার (৩০ মার্চ) চিকিৎসকরা নিশ্চিত করেছেন, অস্ত্রোপচারের পর সুস্থ আছেন আর্নল্ড। এর আগে, ১৯৯৭ সালে একবার হৃদরোগে আক্রান্ত হন শোয়ার্জনেগার। সে সময় অস্ত্রোপচারের মাধ্যমে সুস্থ হয়ে ওঠেন তিনি।
২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত ক্যালিফোর্নিয়ার গভর্নর পদে নিযুক্ত ছিলেন আর্নল্ড শোয়ার্জনেগার।