যৌন হয়রানির অভিযোগ জাতিসংঘের একজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে

যৌন হয়রানির অভিযোগ জাতিসংঘের একজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে

জাতিসংঘের একজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন সংস্থাটির এক নারী কর্মকর্তা।

ওই নারী আরও জানান, যৌন নির্যাতনকারী ওই ব্যক্তি ক্ষমা করে দেয়ার বিনিময়ে তাকে পদোন্নতির প্রস্তাবও দিয়েছিলেন। 

জাতিসংঘের এইডস কর্মসূচি, ইউএনএআইডি-এর নীতি বিষয়ক উপদেষ্টা মার্টিনা ব্রস্ট্রোম এই অভিযোগ তোলেন। সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জাতিসংঘের সহকারি মহাসচিব ড. লুইজ লরেজে'র বিরুদ্ধে এই অভিযোগ তোলেন। তবে লরেজ তার বিরুদ্ধে ব্রস্ট্রোমের যৌন হয়রানির অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন।

এদিকে, দীর্ঘ ১৪ মাস ধরে চলা এই তদন্তের ফলাফলকে ব্রস্টোম ত্রুটিপূর্ণ উল্লেখ করে এর তীব্র সমালোচনা করেন।