রাজস্থানে সলমন খানের পোস্টার পুড়িয়ে বিক্ষোভ দেখাল বাল্মীকি সম্প্রদায়। ‘টাইগার জিন্দা হ্যায়’-এর প্রচারে সংশ্লিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে আপত্তিকর শব্দ ব্যবহার করায় তাঁর বিরুদ্ধে এই বিক্ষোভ। সলমন খানের বিরুদ্ধে শুক্রবার সকাল থেকেই জয়পুরের রাজমন্দির সিনেমা হলের সামনে বিক্ষোভ শুরু করেন বাল্মীকি সম্প্রদায়ের মানুষ।সলমন খানকে ক্ষমা চাইতে হবে বলেও দাবি সংশ্লিষ্ঠ সংগঠনের।
বিক্ষোভকারীদের আরও অভিযোগ, ‘টাইগার জিন্দা হ্যায়’-র প্রমোশনের সময় সলমনের পাশাপাশি শিল্পা শেঠিও নাকি ওই শব্দ ব্যবহার করেছেন। সলমনের ওই শব্দে সংশ্লিষ্ট সম্প্রদায়ের সম্মানহানি হয়েছে, সেই অভিযোগেই সলমনকে ক্ষমা চাইতে হবে বলেও দাবি উঠেছে।
জানা গিয়েছে, জয়পুরের পাশাপাশি কোটার একটি সিনেমা হলের সামনেও বিক্ষোভ শুরু হয়েছে। বাল্মীকি সম্প্রদায়ের সদস্যরা ওই সিনেমা হলে ভাঙচুর চালানোর চেষ্টা করলে, সেখানে নিরাপত্তা আরও জোরদার করা হয়। অশান্তির আগুন যাতে কোনওভাবে আর ছড়াতে না পারে, সে জন্য উপযুক্ত ব্যবস্থা নিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন।