জাতীয় চলচ্চিত্র পুরস্কার চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ২০১৬-এর।পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। যেখানে সেরা অভিনেত্রী হিসেবে যৌথভাবে নির্বাচিত হয়েছেন নুসরাত ইমরোজ তিশা ও কুসুম শিকদার। তিশা অভিনীত ‘অস্তিত্ব’ ছবিটি মুক্তি পায় ২০১৬ সালে। যেখানে মানসিক প্রতিবন্ধীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। ছবিটি মুক্তির পর তিশা চরিত্রটির জন্য বেশ প্রশংসিত হয়েছিলেন। এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকাতেও এলেন। তিশা বলেন, ‘অস্তিত্ব ছবিতে আমার চরিত্রটি বেশ চ্যালেঞ্জের ছিল। কারণ এমন চরিত্রে নিজেকে উপস্থাপন করাটা একটু কঠিন বলে আমার কাছে মনে হয়েছে। আমি কৃতজ্ঞ যে সবার এই ছবিটি ও আমার চরিত্র পছন্দ হয়েছে।’ অন্যদিকে, কুসুম শিকদার তার ‘শঙ্খচিল’ ছবির জন্য সেরা অভিনেত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। যৌথ প্রযোজনার এই ছবিটিতে তার বিপরীতে ছিলেন টলিউডের গুণী অভিতো প্রসেনজিত্। ছবিটি পরিচালনা করেন গৌতম ঘোষ।গত ২৯ মার্চ সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ২০১৬ সালে চলচ্চিত্রের বিভিন্ন বিভাগে সেরাদের চূড়ান্ত নামের তালিকা ঘোষিত হয়।