শাহরুখের আসন টলিয়ে দিলেন বিরাট কোহলি। দেশের এক নম্বর সেলিব্রিটির তকমা এখন সদ্য বিবাহিত বিরাট কোহলির মাথায়। বিরাটের ব্র্যান্ড ভ্যালু এখন বিদেশি মুদ্রায় 143 মিলিয়ন ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় 916 কোটি টাকা। 2014 সাল থেকে টানা 3 বছরের বেশি সময় ধরে কিং খান এই জায়গা ধরে রেখেছিলেন।
ডাফ অ্যান্ড ফেল্পস এই রিপোর্ট দিয়েছে। রাইস অফ দ্যা মিলেনিয়ালস শীর্ষক লেখায় কোহলিকে প্রথম স্থান ছেড়ে দিয়ে শাহরুখ নেমে গিয়েছেন 106 মিলিয়ন ডলারে। তৃতীয় স্থানে দীপিকা (93মি.ড.), অক্ষয় (47মি.ড.), রনবীর সিং(42মি.ড.)। ডাফ অ্যান্ড ফেল্পস-এর MD বরুণ গুপ্তা জানিয়েছেন, যে দিন থেকে এই RANKING দেওয়া শুরু হয়েছে সে দিন থেকেই শীর্ষ স্থানে শাহরুখ। এই প্রথম তাকে টপকে গেলেন বিরাট। অর্থাৎ বিরাটই এখন সবচেয়ে দামি এবং পছন্দের ব্র্যান্ড। এই তালিকায় প্রথম 15 তে উঠে এসেছেন বরুণ ধাওয়ান, পি ভি সিন্ধু, আলিয়া ভাট।