ঘরের মাটিতে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও পাকিস্তান জিতেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে । গতকাল আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের সর্বোচ্চ ২০৫ রানের ইনিংস খেলেছে দলটি। জবাবে ক্যারিবিয়ানরা চার বল বাকি থাকতেই গুটিয়ে গেছে মাত্র ১২৩ রানে। করাচিতে চলমান তিন ম্যাচ সিরিজের প্রথমটিতেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০৩ রান করে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ডটা করেছিল সরফরাজ আহমেদের দল। আজ ২০৫ রান করে সেই রেকর্ড ভেঙেছে তারা। টসে জিতে ব্যাটিংয়ে নেমেই ১১ রানেই ফিরে যান ওপেনার ফখর জামান। তবে হুসেইন তালাতকে সঙ্গী করে বাবর আজম সেখান থেকে দলকে নিয়ে যান বড় স্কোরের দিকে। দুজন মিলে গড়েছেন ১১৯ রানের জুটি। অভিষিক্ত তালাত এ সময় ৪১ বল থেকে ৬৩ রান করে আউট হলেও শেষ পর্যন্ত অপরাজিত থেকেছেন বাবর। ৫৮ বলে ৯৭ রান করে ইনিংস শেষ করেই মাঠ ছেড়েছেন তিনি।
পরবর্তী ব্যাটসম্যানদের মধ্যে শোয়েব মালিক ৭ বলে ১৭ আর আসিফ আলী ৮ বলে ১৪ করে পাকিস্তানের সংগ্রহটা নিয়ে যান ২০৫-এ। ক্যারিবীয় বোলারদের মধ্যে সবচেয়ে রায়াদ এমরিট, কেসরিক উইলিয়ামস ও ওদিয়ান স্মিথ একটি করে উইকেট নেন। তবে এজন্য তাদের খরচা হয়েছে যথাক্রমে ৪৭, ৪৩ ও ৪০ রান। ২০৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং ১২৩ রান পর্যন্ত নিজেদের স্কোর নিতে পেরেছে সফরকারীরা। যার মধ্যে ওয়ালটনের ২৯ বলে ৪০, রামদিন ২০ বলে ২১ আর পল ১০ বলে ১৭ রান ছিল উল্লেখযোগ্য স্কোর। পাকিস্তানের বোলারদের মধ্যে মোহাম্মদ আমির ২২ রানে নিয়েছেন ৩ উইকেট। ২টি করে উইকেট শাদাব খান ও হুসেইন তালাত। হাসান আলী পেয়েছেন ১ উইকেট।