সেমিফাইনালে বাংলাদেশ লাওসের বিদায়

সেমিফাইনালে বাংলাদেশ লাওসের বিদায়

ঢাকায় অনুষ্ঠিত সাফের সেমিফাইনালে উঠতে পারেনি বাংলাদেশ গ্রুপ পর্বে খেলায় জিতেও বিদায় নিতে হয়েছিল বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে সেই দুর্ভাগ্য বাংলাদেশের কাঁধে ভর করেনি বাংলাদেশ প্রথম খেলায় লাওসকে হারিয়ে পয়েন্ট নিয়েই সেমিফাইনালে উঠে গেছে সেমির পথটা করে দিয়েছে ফিলিপাইন সিলেট জেলা স্টেডিয়ামে ফিলিপাইন - গোলে লাওসকে হারায় লাওস দুই খেলায় হেরে বি গ্রুপ থেকে বিদায় নিল সঙ্গে বাংলাদেশ সেমিফাইনালে উঠল এবং ফিলিপাইনও এক জয়ে পয়েন্ট নিয়ে সেমিতে উঠে গেল আগামী শুক্রবার লাওস এবং বাংলাদেশের লড়াইয়ে নির্ধারণ হবে গ্রুপ চ্যাম্পিয়ন কে যাবে সেমিফাইনালে যদি ড্র হয় তাহলে ফিলিপাইন গ্রুপ চ্যাম্পিয়নফিলিপাই ও লাওস   ম্যাচে তিন পেনাল্টি হয়েছে। ফিলিপাইন দুইটি, লাওস একটি। লাওসের দুইটি দুর্দান্ত শট পোস্টে লাগায় আফসোস হয়েছে তাদের। ফিলিপাইন বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। তারা সুযোগ পেয়ে লাওসের বিপক্ষে গোল পার্থক্যটা বাড়িয়ে নিয়েছে। যেন বাংলাদেশের বিপক্ষে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার কাজটা সহজ হয়। লাওসের বিপক্ষে যে সুযোগটা নিতে পারেনি বাংলাদেশ

 সিলেট জেলা স্টেডিয়ামে তিন-চার হাজার দর্শক এসেছিলেন ফিলিপাইন এবং লাওসের খেলা দেখতে। ফিরে গেলেন সেমিফাইনালের টিকিট নিয়ে। ফিলিপাইন ১৫ মিনিটে পেনাল্টি থেকে বেডিক গোল করেন -০। দ্বিতীয়ার্ধে গোল শোধ করার বদলে আরেকটি গোল হজম করে ৫৩ মিনিটে। জেভিয়ার অগাস্টিন গোল করেন -০। লাওস প্রথমার্ধে গোল হজম করে খেলায় ফেরার সুযোগ পেলেও বল দুই বার পোস্টে লাগে আরেকবার ফিলিপাইনের গোলকিপার কাসাস দারুণ একটা সেভ দিয়ে বাঁচিয়ে দেন। ফিলিপাইন কাল প্রথম ম্যাচে নামল। ৮২ মিনিটে আবার লাওস পেনাল্টি দিয়েছে বক্সের ভেতরে হাতে লাগায়। পেনাল্টি থেকে বাহাদোরান মিশাঘ -০। ৮৮ মিনিটে লাওস পেনাল্টি পেয়ে ব্যবধান কমায়, পিথাক কংমাথিলাক গোল করেন -৩। লাওস কোচ জানালেন তারা নতুন নিয়ে এসেছেন। দুইটি পেনাল্টি নিজেদের ভুলে হয়েছে

 গত সোমবার বাংলাদেশ প্রথম ম্যাচ খেলেছে। দ্বিতীয় খেলার আগে তিন দিন বিরতি। গতকাল ফুটবল দলের অনুশীলন হয়েছে সকালে। বিকালে খেলোয়াড়দের ছুটি দেওয়া হয়। খেলোয়াড়রা যে যার মতো করে বাড়ি গেছেন। বিশেষ করে সিলেটের চার ফুটবলার মাসুক মিয়া জনি, বিপলু আহমেদ, মতিন মিয়া, মাহবুবুরর রহমান সুফিল দুপুরে লাঞ্চ করেই হোটেল রুম ছেড়ে যান। ব্রিটিশ কোচ জেমি ডে বলছিলেন ওরা সিলেটের ছেলে এখানেই বাড়ি

 সিলেটের খাদিম নগরে বিকেএসপির মাঠ। সেখানে বাংলাদেশ অনুশীলন করে। গতকাল দুই গ্রুপে ভাগ হয়ে অনুশীলন করলেও কোচরা জানিয়েছেন হালকা অনুশীলন হয়েছে