ভারতের পশ্চিমবঙ্গ সরকার দুর্গাপূজায় ২৮ কোটি টাকা বরাদ্দের যে ঘোষণা দিয়েছিল, তাতে স্থগিতাদেশ দিয়েছেন রাজ্যের হাইকোর্ট। এই স্থগিতাদেশ দেওয়া হয় গতকাল শুক্রবার ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার দুর্গাপুজোয় রাজ্যের ২৮ হাজার সর্বজনীন পুজো কমিটিকে ১০ হাজার রুপি করে ২৮ কোটি রুপি অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন গত মাসে।
এ ঘোষণায় ক্ষুব্ধ হয়ে এই সরকারি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে কলকাতার যুক্তিবাদী আন্দোলনের কর্মী সৌরভ দত্ত ও দ্যুতিমান বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন। তাঁরা অবিলম্বে ওই সিদ্ধান্ত বাতিল করার আবেদন জানান। সেই মামলার শুনানি শেষে গতকাল কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশীষ করগুপ্ত ও বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ এক নির্দেশে আগামী মঙ্গলবার পর্যন্ত সরকারের ওই সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ জারি করেন। মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানির দিনও ধার্য করে।
হাইকোর্টে এই মামলা দায়েরের আগে এই সিদ্ধান্তের প্রতিবাদে হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছিলেন আরএসপি নেতা অশোক ঘোষ।
গতকাল এই মামলার শুনানির সময় আবেদনকারীদের পক্ষে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন, সরকার জনগণের টাকা এভাবে বিলি করতে পারে না। বিশেষ একটি ধর্মীয় সম্প্রদায়ের উৎসবে এভাবে অনুদান দিলে তা সরাসরি দেশের সংবিধানকে আঘাত করা হয়।