ভালভার্দে: বার্সেলোনায় ফেরার কোন সম্ভাবনা নেই নেইমারের

ভালভার্দে: বার্সেলোনায় ফেরার কোন সম্ভাবনা নেই নেইমারের

নেইমারের বার্সেলোনায় ফিরে আসার কোন সম্ভাবনা নেই বলে স্বীকার করেছেন কোচ আর্নেস্টো ভালভার্দে কিন্তু একইসঙ্গে তিনি পুরো বিষয়টিকে একেবারে উড়িয়ে দেননি

নেইমার ২০১৭ সালে ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে  বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন। চুক্তির বিপুল পরিমান অর্থ তাকে সর্বকালের সবচেয়ে দামী খেলোয়াড় হিসেবেও প্রতিষ্ঠিত করে

বার্সা ছাড়ার পর থেকেই ব্রাজিলিয়ান এই তারকা ধারাবাহিক ভাবে নিজের যোগ্যতার প্রমান দিয়ে আসছেন। লিগ ওয়ানের ১৬ ম্যাচে করেছেন ২৭ গোল। যদিও অনেকেই মনে করেন ফেঞ্চ রাজধানীতে মানিয়ে নিতে বেশ কষ্ট করতে হচ্ছে নেইমারকে। পিএসজিতে যোগ দেবার পর থেকেই ২৬ বছর বয়সী নেইমারের দলবদলের গুঞ্জন শোনা যাচ্ছিল। বিশেষ করে বিশ্বকাপের আগ দিয়ে তার রিয়াল মাদ্রিদেও যোগ দেবার জোড় গুজব ছিল

সম্প্রতী শোনা যাচ্ছে পুরনো ক্লাব বার্সেলোনা আবারো তাকে ক্যাম্প ন্যুতে ফিরিয়ে আনার জন্য আলোচনা শুরু করেছে। সেভিয়ার বিপক্ষে ম্যাচের আগে প্রাক-ম্যাচ সংবাদ সম্মেলনে ভালভার্দে সম্পর্কে বলেছেন, ‘মৌসুমের যেকোন সময়ই এই বিষয়টি নিয়ে চিন্তা করা যায়। কিন্তু নেইমার সবসময়ই ভিন্ন কোন পরিবেশে, ভিন্ন কোন দলে খেলতে চেয়েছে। এগুলো সবই গুজব।

 তিনি আরও বলেন, আগামী মাসেও এই ধরনের কোন সম্ভাবনা নেই।কিন্তু ফুটবলে সবই সম্ভব। কিন্তু নেইমারের বিষয়টি কঠিন, তবে আমি সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দিচ্ছিনা, দেখা যাক কি হয়।