সেভিয়াকে সরিয়ে বার্সেলোনা পয়েন্ট টেবিলের শীর্ষে

সেভিয়াকে সরিয়ে বার্সেলোনা পয়েন্ট টেবিলের শীর্ষে

বার্সেলোনা শীর্ষস্থান দখল করেন পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা সেভিয়াকে - গোলে উড়িয়ে দিয়ে   এই ম্যাচেই চোট পেয়ে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন দলটির অধিনায়ক লিওনেল মেসি এই সময়ে মধ্যে তিন/চারটা গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করবেন তিনি এরমধ্যে রয়েছে এলক্লাসিকোও

 

চোট পেয়ে মাঠ ছাড়ার আগে লিওনেল মেসি মাঠে ছিলেন মাত্র ১৪ মিনিট। এই সময়েই শক্ত ভীত গড়ে যান দলের পক্ষে। বাকি সময়ের ফলাফল দুই গোল হজম করে দুটি দিয়েছে বার্সেলোনা

 ম্যাচের দুই মিনিটের মধ্যেই এগিয়ে যায় বার্সা। সেভিয়ার দুই ডিফেন্ডারের ভেতর কুতিনহোকে দারুণ এক পাস দেন লিওনেল মেসি। সুযোগটা ভালোভাবেই কাজে লাগান ব্রাজিল তারকা। ১৬ গজ দূর থেকে বাঁকানো শটে কপ কর্নারে বল জড়িয়ে স্বভাবসুলভ গোল করেন কুতিনহো। এরপর সেভিয়ার দুই ডিফেন্ডার কাটিয়ে কোনাকুনি শটে গোল করে ১২ মিনিটের মাথায় গোল করে বার্সাকে - ব্যবধানে এগিয়ে দেন মেসি। এর কিছুক্ষণ পরই ইনজুরিতে পড়েন তিনি। ব্যাথায় কাতরাতে কাতরাতেই মাঠ ছাড়তে হয় তাকে

 পরে বার্সার পক্ষে আরো দুটি গোল করেন লুইস সুয়ারেজ ইভান রাকিটিচ। এই ম্যাচ শেষে ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ দল বার্সেলোনা। সমান সংখ্যক ম্যাচ থেকে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আলাভেস। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ এবার ম্যাচ থেকে ১৪ পয়েন্ট নিয়ে আছে পঞ্চমস্থানে