ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ নিয়ে যত না আলোচনা, তার চেয়ে অনেক বেশি আলোচনা বিরাট কোহলিকে নিয়ে। দ্বিতীয় ওয়ান ডে’তে নামার আগে ব্যক্তিগত এক মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে ভারত অধিনায়ক।
একদিনের ক্রিকেটে দ্রুততম ১০ হাজার রানের রেকর্ড। বিশাখাপত্তনমে ৮১ রান করতে পারলেই ছাড়িয়ে যাবেন শচীন টেন্ডুলকারকে। ওয়ান ডে’তে ১০ হাজার রান করতে ২৫৯ ইনিংস নিয়েছিলেন মাস্টার ব্লাস্টার। বিরাট এখনো পর্যন্ত ৯৯১৯ রান করেছেন ২০৪ ইনিংসে। আর বিরাট যা ফর্মে রয়েছেন, সবাই মোটামুটি ধরেই নিয়েছে রেকর্ডটা বিশাখাপত্তনমেই হয়ে যাবে।
বুধবার ইন্ডিয়া বোলিং লাইন আপে পরিবর্তন আসতে পারে। তবে ব্যাটিংয়ে বদলের সম্ভাবনা কম। বিশ্বকাপের আগে টিম ম্যানেজমেন্ট চার নম্বর জায়গাটা ঠিক করতে নিতে চাইছে। বিরাট বলছেন, রায়াডু যদি সেই জায়গায় মানিয়ে নিতে পারেন, তাহলে তার চেয়ে ভাল কিছু আর হতে পারে না।