রিয়াল মাদ্রিদ। টানা পাঁচ ম্যাচ হারার পর অবশেষে জয়ের দেখা পেল ।উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্লজেনকে ২-১ গোলে পরাজিত করে হারের বৃত্ত থেকে বেরিয়ে এসেছে লোপেতেগির শিষ্যরা।
সান্তিয়াগো বের্নাবেউয়ে মঙ্গলবার রাতের ম্যাচে ১১ মিনিটে এগিয়ে যায় রিয়াল। লুকাস ভাসকেসের কাছ থেকে বল পেয়ে প্লজেনের জাল কাপান ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমা। ম্যাচের ৩৫ মিনিটে ইসকো মিস না করলে ব্যবধান দিগুণ হতে পারতো। প্রথমার্ধে উভয় দল বেশ কিছু সুযোগ তৈরি করতে পারলেও কেউ গোলের দেখা পায়নি। ফলে ১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল।
দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলো। গ্যারেথ বেলের কাছ থেকে বল পেয়ে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন তিনি। ৭৮ মিনিটে প্লজেনের হয়ে ব্যবধান কমান হরোসভস্কি। সতীর্থের ছোট করে বাড়ানো বলে হরোসফস্কির নেয়া শট ঝাঁপিয়ে পড়েও আটকাতে পারেননি কেইলর নাভাস।
তিন ম্যাচে দুই জয় ও এক হারে ৬ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল। গোল ব্যবধানে এগিয়ে থেকে এএস রোমা সমান পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে।