রিয়াল কোচ যেকোনো সময় ছাঁটাই হতে পারেন

রিয়াল কোচ যেকোনো সময় ছাঁটাই হতে পারেন

রিয়াল মাদ্রিদের দুঃসময় যেন পিছুই ছাড়ছে না গত মৌসুম শেষে কোচ জিনেদিন জিদান চলে যাওয়ার মাধ্যমে যে দুঃসময় শুরু হয়েছিল, সেটাই যেন দীর্ঘায়িত হচ্ছে দলে নেই ক্রিস্টিয়ানো রোনালদো; তাঁর যোগ্য বিকল্প হিসেবেও দল কাউকে নিয়ে আসেনি, ফলে পদে পদে হোঁচট খাচ্ছে রিয়াল কোচ হুলেন লোপেতেগি কোনোভাবেই রোনালদোহীন রিয়ালের সঠিক রসায়নটা বের করতে পারছেন না ফলে যা হওয়ার তা হচ্ছে, লা লিগার পয়েন্ট তালিকার নম্বরে ঘোরাফেরা করছে রিয়াল, গোল করতে যেন ভুলেই গেছে তারা এর ওপর কাল চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে - গোলে হেরে ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করেছে তারা

লজ্জার এই হারের পর কানাঘুষাটাই জোরালো হয়েছে যেকোনো মুহূর্ত ছাঁটাই হয়ে যেতে পারেন কোচ লোপেতেগি খুব দ্রুতই তাঁর ব্যাপার সিদ্ধান্ত নিয়ে নিতে পারে ক্লাব কিন্তু প্রশ্ন হচ্ছে, মৌসুমের এই পর্যায়ে লোপেতেগির জায়গায় আসবেন কে? জুভেন্টাস, চেলসি ইতালির সাবেক কোচ অ্যান্তনীয় কন্তে লোপেতেগির স্থলাভিষিক্ত হচ্ছেন বলে ইতিমধ্যেই গুঞ্জন উঠেছে

দুই বছর চেলসির কোচ থাকার পর এই মৌসুমেই চেলসির দায়িত্ব ছেড়েছেন কন্তে প্রথম মৌসুমে চেলসির হয়ে লিগ শিরোপাও জিতেছিলেন, চেলসির খেলার ধরন কৌশলে এনেছিলেন বৈপ্লবিক পরিবর্তন কন্তের দেখানো পথে হেঁটে ইংলিশ প্রিমিয়ার লিগের অনেক কোচই -- ছকে দলকে খেলানো শুরু করেছে দ্বিতীয় মৌসুমে চেলসির কর্তাব্যক্তিদের সঙ্গে মতের মিল না হওয়ায় কোচের পদ ছাড়েন এই ইতালীয় দীর্ঘমেয়াদি চুক্তি থাকার কারণে সোজা পথে কন্তেকে ক্ষতিপূরণ দিয়ে সরাসরি ছাঁটাই না করে নাপোলি থেকে কোচ মরিজিও সাররিকে নিয়ে আসে ফলে কন্তের সঙ্গে চেলসির আইনি লড়াই চলেছে কিছুদিন

শোনা যাচ্ছে, বার্সেলোনার কাছে বিধ্বস্ত হওয়ার পর রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ মাঠ থেকে নিঃশব্দে বের হয়ে চলে গেছেন, খেলোয়াড়দের সঙ্গে দেখাও করেননি খুব শিগগির লোপেতেগির ব্যাপারে একটা সিদ্ধান্তে আসতে পারেন তিনি তবে কন্তে আসার আগে অন্তর্বর্তীকালীন কোচ হতে পারেন রিয়ালেরই সাবেক খেলোয়াড় সান্তিয়াগো সোলারি

গত বিশ্বকাপে স্পেনের কোচ থাকা অবস্থাতেই রিয়াল মাদ্রিদের কোচ হওয়ার লোভটা সামলাতে পারেননি লোপেতেগি, পরে সে ঘটনার জের ধরে ছাঁটাই হয়েছিলেন তিনি এখন রিয়ালের কোচ হিসেবে তিন মাসও টিকতে পারছেন না রিয়ালের মতোই লোপেতেগিরও এখন বড়ই দুঃসময়!