হুলেন লোপেতেগি থাকতে পারছেন না, সেটি অনুমিতই ছিল। লা লিগায় রিয়াল মাদ্রিদের বাজে পারফরম্যান্সে তাঁর মাথার ওপর খড়্গ ঝুলছিল। শেষ পর্যন্ত বরখাস্তই হয়েছেন তিনি। ১৩৯ দিনের মাথায় তাঁকে সরিয়ে রিয়াল অন্তর্বর্তীকালীন কোচ করেছে সান্তিয়াগো সোলারিকে।
কোচ লোপেতেগুইকে বরখাস্ত করেছে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ। একের পর এক ব্যর্থতার কারণে গুঞ্জনটা গত দুই সপ্তাহ ধরেই চলছিলো। নিজেদের শেষ ম্যাচে বার্সেলোনার কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর স্পেনের মিডিয়ায় লোপেতেগুইকে বরখাস্তের খবর জোরেসোরে প্রচার হয়। অবশেষে রিয়াল মাদ্রিদে চরম হতাশার সময় কাটিয়ে বিদায় নিতে হলো স্পেনের জাতীয় দল থেকে রিয়ালের দায়িত্ব নেয়া এই কোচ।
লোপেতেগুইয়ের অধীনে রিয়াল মাদ্রিদ স্পেনের শীর্ষ লিগ লা লিগায় এখন পর্যন্ত খেলা ১০ ম্যাচের চারটিতে হেরেছে। চার জয় ও দুই ড্র থেকে ১৪ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে লিগের সবচেয়ে সফলতম দলটি।গত ১২ জুন লোপেতেগুইয়ের নাম ঘোষণা করে রিয়াল মাদ্রিদ। এ কারণে বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে নাটকীয়ভাবে লোপেতেগুইকে বরখাস্ত করে স্পেন ফুটবল ফেডারেশন।
লোপেতেগুইয়ের জায়গায় অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন রিয়ালের ‘বি’ দলের কোচ সান্তিয়াগো সোলারি।