স্প্যানিশ ফুটবলের তিন কিংবদন্তি। তেলমো জারা, রাফায়েল ‘পিচিচি’ মোরেনো আর রিকার্ডো জামোরা। তাঁদের নামে বেশ আগেই ব্যক্তিগত পুরস্কার চালু করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা। তাহলে লিওনেল মেসির নামেও কেন নয়? ‘লিওনেল মেসি ট্রফি নামে একটি ব্যক্তিগত পুরস্কার চালুর কথা ভাবছেন লা লিগা সভাপতি হ্যাভিয়ের তেবাস।
পাঁচবারের বর্ষসেরা এই আর্জেন্টাইন নয়বার লা লিগা জিতেছেন। স্পেনের শীর্ষস্থানীয় লিগের ইতিহাসে মেসিই সর্বোচ্চ গোলদাতা। লিগে প্রতি মৌসুমের সেরা খেলোয়াড় বাছাই করে তাঁর হাতে ‘লিওনেল মেসি ট্রফি’ তুলে দেওয়ার কথা ভাবছেন তেবাস। লা লিগায় স্প্যানিশ ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ গোলদাতা পেয়ে থাকেন তেলমো জারা ট্রফি, মৌসুমের সর্বোচ্চ গোলদাতার জন্য আছে পিচিচি আর জামোরা ট্রফি তুলে দেওয়া হয় সেরা গোলরক্ষকের হাতে। নতুন পরিকল্পনা অনুযায়ী সেরা খেলোয়াড়টির হাতে লিওনেল মেসি ট্রফি তুলে দিতে চান তেবাস।
সংবাদমাধ্যমকে এ নিয়ে লা লিগা সভাপতি বলেন, ‘পরিকল্পনাটা পছন্দ হয়েছে, এটা নিয়ে ভাবতে হবে। আমার মতে, মেসি হবেন ইতিহাসের সেরা ফুটবলার, সম্ভবত এখনই। অনেকে নেইমারের কথা বলেন। কিন্তু তাঁর বয়স মাত্র ২৬ বছর আর আমি যত দূর জানি, মেসি ছোট থেকেই বার্সেলোনায় খেলছে এবং প্রতিবছরই সে আমাদের চমকে দিচ্ছে। সর্বোচ্চ পর্যায়ে তার সামর্থ্যের কোনো সীমা নেই। সে-ই সেরা খেলোয়াড়। খুব ভালো হয় যদি লিগের সেরা খেলোয়াড়ের হাতে তাঁর (মেসি) নামে একটি ট্রফি তুলে দেওয়া যায়।’
হাতে চোট পাওয়ায় প্রায় তিন মাসের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েছেন মেসি। তাঁকে ছাড়াই সর্বশেষ ম্যাচে রিয়াল মাদ্রিদকে ৫-১ গোলে হারিয়েছে বার্সা। তবে দল যে মেসির অভাব টের পাচ্ছে তা খোলাখুলিই বলেছেন বার্সা ভালভার্দে, ‘দল নিয়ে আমরা খুশি।