৩০০ লিড ছাড়িয়েছে জিম্বাবুয়ের

৩০০ লিড ছাড়িয়েছে জিম্বাবুয়ের

জিম্বাবুয়ের লিড ৩০০ ছাড়িয়েছে তাইজুল-মিরাজের দারুণ নৈপুণ্য সত্ত্বেও   ১৪০ রানের লিড নিয়ে সোমবার তৃতীয় দিনের খেলা শুরু করা জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংসে ১৩০ রানের মধ্যে উইকেট হারায় রেগিস চাকাবা ওয়েলিংটন মাসাকাদজা কিছুটা ঘুরে দাঁড়ানোয় টি ব্রেক পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ উইকেটে ১৬৫ রান তাই জিম্বাবুয়ের লিড এখন ৩০০ ছাড়িয়েছে

 আগের দিনের বিনা উইকেটে রান নিয়ে জিম্বাবুয়ে সোমবার সকালে তৃতীয় দিনে ফের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে দলীয় ১৯ রানে মেহেদি হাসান মিরাজের বলে আউট হন ওপেনার ব্রায়ান চারি ইনিংসের ১৯তম ওভারে এসে দলীয় ৪৭ রানে তাইজুলের বলে আউট হন ব্রেন্ডন টেলর

 তৃতীয় উইকেট জুটিতে মাসাকাদজা সিন উইলিয়ামস সামনের দিকে এগুতে থাকেন দুই উইকেটে ৯১ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় জিম্বাবুয়ে বিরতি ভেঙে মাঠে এসে ১০১ রান পর্যন্ত যান মাসাকাদজা-উইলয়ামস জুটি

 এরপরই শুরু হয় মিরাজ-তাইজুলের জাদু দলীয় ১০১ রানে মাসাকাদজা আউট হলে এর ২৯ রানের ব্যবধানে আরও তিন উইকেট হারায় জিম্বাবুয়ে মাসাকাদজা মিরাজের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ার আগে করেন ৪৮ রান এরপর তাইজুল একে একে তুলে নেন সিন উইলিয়ামস,সিকান্দার রাজা   পিটার মুরের  উইকেট

 এর আগে প্রথম ইনিংসে জিম্বাবুয়ে করেছে ২৮২ রান জবাবে বাংলাদেশ মাত্র ১৪৩ রানে অলআউট হয়ে যায় ফলে প্রথম ইনিংসে ১৩৯ রানের লিড পায় সফরকারীরা গতকাল দ্বিতীয় দিনে এই লিড নিয়েই দ্বিতীয় ইনিংস শুরু করে দলটি দ্বিতীয় ইনিংসে রান করতেই দিনের খেলা শেষ হয়

 ফলে আজ তৃতীয় দিনের খেলা শুরুর আগে তাদের লিড দাঁড়ায় ১৪০ রানের সেখান থেকেই আজ সামনে এগুতে ব্যাট করছে তারা