বার্সা পুরোপুরি সুস্থ মনে করছে না মেসিকে

বার্সা পুরোপুরি সুস্থ মনে করছে না মেসিকে

গত ২০ অক্টোবরের সেভিয়ার লিগে বিপক্ষে ম্যাচের ১৪ মিনিটে স্বদেশি ফ্রাঙ্কো ভাজকেজের সঙ্গে বল দখলের লড়াইয়ে হাতে আঘাত পেয়েছিলেন লিওনেল মেসি ডাক্তারি পরীক্ষার পর ধরা পড়ল, কবজির ওপরের হাড়ে চিড় ধরেছে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকার কথা বলা হয়েছিল মোটামুটি ছয়টি ম্যাচ মেসিকে ছাড়া খেলার মানসিক প্রস্তুতিও বার্সেলোনা নিয়ে ফেলেছিল কিন্তু চিকিৎসকদের সব অনুমানকে ভুল প্রমাণ করে দিয়ে মেসি আগেই সুস্থ হয়ে উঠছেন রায়ো ভায়েকানোর বিপক্ষে লিগ ম্যাচের ঠিক আগে সতীর্থদের সঙ্গে অনুশীলনও শুরু করেছেন সে ম্যাচে মেসিকে নামানোর ঝুঁকি না নিলেও চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষেঅ্যাওয়েম্যাচে মেসিকে নামিয়ে দিতে চেয়েছিলেন কোচ আর্নেস্তো ভালভার্দে ইন্টারের বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা করে নিয়েছিলেন মেসি তবে শেষ পর্যন্ত বার্সার চিকিৎসক দল ছাড়পত্র না দেওয়ায় দল থেকে মেসির নামটা তুলে নেওয়া হয়েছে

মেসিকে ছাড়া বার্সার খুব একটা সমস্যা অবশ্য হয়নি মেসিকে বাইরে রেখে ৪টি ম্যাচ খেলেছে বার্সা, দলের সংকটময় এই মুহূর্তে সব দায়িত্ব যেন নিজের কাঁধে তুলে নিয়েছিলেন উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ এই ম্যাচে গোল করেছেন রিয়াল মাদ্রিদের বিপক্ষেএল ক্লাসিকোতে হ্যাটট্রিক করে মেসির অভাব বুঝতেই দেননি, সে ম্যাচ বার্সা জিতেছেও রিয়ালকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করে, - গোলে মেসির জায়গায় মূল একাদশে খেলা রাফিনহা আলকানতারাও খেলছেন দুর্দান্ত, এই ইন্টার মিলানের বিপক্ষেই আগের ম্যাচে গোল করে দলকে এনে নিয়েছিলেন - গোলের জয় মেসির বদলে মাঠে নেমে ফরাসি উইঙ্গার ওসমানে দেম্বেলেও রায়ো ভায়োকানোর বিপক্ষে গোল করে কোচের চিন্তা কমিয়েছেন