বাংলাদেশের ইতিহাসে প্রথমবার ফলোঅন

বাংলাদেশের ইতিহাসে  প্রথমবার ফলোঅন

একটা সময় ছিল যখন ফলোঅনের ফাঁদে পরা বাংলাদেশের জন্যই প্রযোজ্য ছিল। এমনকি টাইগারদের বিপক্ষে ইনিংস ও ৩১০ রানের সবচেয়ে বড় ব্যবধানের হারটা ছিল এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই ক্যারিবীয়দের বিপক্ষেই এবার ইনিংস ব্যবধানে হারানোর পথে বাংলাদেশ।

প্রতিপক্ষকে ফলোঅন করানোর স্বাদটা বাংলাদেশ নিতে পারতো জিম্বাবুয়ে সিরিজেই। এই ঢাকাতেই বাংলাদেশ ২১৮ রানের লিড পেয়েও নিজেরা আগে ব্যাট হাতে নেমেছিল।

তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আর তেমনটা করতে হয়নি। কারণ প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৫০৮ রানের জবাবে ক্যারিবীয়রা অলআউট হয় ১১১ রানে। তাই ৩৯৭ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। সঙ্গত কারণেই ফলোঅনের সুযোগ নিয়ে ক্যারিবীয়দের ফের ব্যাটিংয়ে পাঠান সাকিব আল হাসান।

তবে দ্বিতীয় ইনিংসেও একইভাবে বিপর্যস্ত সফরকারীরা। ২৯ রানে চার উইকেট হারানোর পর এখন ইনিংস মেরামত করার চেষ্টা করছে তারা। সেক্ষেত্রে জয়ের ব্যবধান যতোটা কমানো যায় ততোটাই যেন মঙ্গল ওয়েস্ট ইন্ডিজের জন্য।

সেই লক্ষ্যেই এখন খেলছে তারা। শেষ পর্যন্ত ক্যারিবীয়দেরকে ৩৯৭ রানের নীচে বাঁধতে পারলে এটিই হবে ইনিংস ব্যবধানে বাংলাদেশের প্রথম জয়