জিয়া১৪তম শিরোপা জিতলেন জাতীয় দাবায়

জিয়া১৪তম শিরোপা জিতলেন জাতীয় দাবায়

গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ৪৪তম জাতীয় ’এ’ দাবা চ্যাম্পিয়শিপের শিরোপা জিতেছেন।১৯৮৮ সালে প্রথমবারের মতো শিরোপা জয় করেন তিনি। ১০ খেলায় সাড়ে আট পয়েন্ট নিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছেন তিনি। জাতীয় দাবায় এটি তার ১৪তম শিরোপা। সোমবার জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলাস্থ দাবা ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত দশম রাউন্ডের খেলায় একই ক্লাবের ফিদে মাস্টার মোহাম্মদ তৈয়বুর রহমানকে হারিয়ে চৌদ্দতম শিরোপা জিতে নেন জিয়া। এ ইভেন্টে গ্র্যান্ড মাস্টার জিয়া ৮টি খেলায় জয়ী হন। ১টি খেলায় ফিদে মাস্টার পরাগের কাছে হেরে যান এবং একটি খেলায় তার পুত্র তাহসিনের সাথে ড্র করেন।

সমান সাত পয়েন্ট করে অর্জন করেন বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ও শেখ রাসেল চেস ক্লাবের ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ। পরে টাইব্রেকিং পদ্ধতিতে আন্তর্জাতিক মাস্টার শাকিল রানারআপ এবং ফিদে মাস্টার পরাগ তৃতীয় হন।

১০ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এ ইভেন্টে দুই জন গ্র্যান্ড মাস্টার, দুই জন আন্তর্জাতিক মাস্টারসহ ২৬ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।