বাংলাদেশ হারল ওয়েস্ট ইন্ডিজের কাছে

 বাংলাদেশ হারল ওয়েস্ট ইন্ডিজের কাছে

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আট উইকেটের বড় ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছে বাংলাদেশ। আজ সোমবার স্বাগতিকদের করা ১২৯ রানের জবাবে অতিথি দলটি দুই উইকেট হারিয়েই ১৩০ রান করে।

১৯ রানে দুই ওপেনারের উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। সে ধারাবাহিকতায় ৭৩ রানে হারায় পাঁচ উইকেট। তবে এক পাশ আগলে রাখেন সাকিব। ৪৩ বলে ৬১ রানের চমৎকার একটি ইনিংস খেলেন তিনি। যেটি সাজিয়েছেন আটটি চার ও দুটি ছক্কায়।

ওয়ানডে সিরিজে দারুণ দুটি শতক করা শেই হোপ প্রথম টি-টোয়েন্টিতে দারুণ উজ্জ্বলতা রাঙিয়েছেন। উদ্বোধনীতে ব্যাট করতে নেমে ২৩ বলে ৫৫ রানের চমৎকার একটি ইনিংস খেলেন তিনি। শুধু তাই মাত্র ১৬ বলে অর্ধশতক করেন। তিনি একাই বাংলাদেশি বোলারদের ভুগিয়েছেন। এ ছাড়া নিকোলান পুরান ২৩ ও কিমো পল হার না মানা ২৮ রান করেন।মোহাম্মদ সাইফউদ্দিন ও মাহমুদউল্লাহ একটি করে উইকেট নিয়েও দলের হার এড়াতে পারেননি।

ব্যাসম্যানদের ব্যর্থতায় ভালো সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ। তামিম ইকবাল (৫), লিটন দাস (৬) ও সৌম্য সরকার (৫) দ্রুত আউট হন। বেশিক্ষণ থাকতে পারেননি মুশফিকুর রহিম (৫) ও মাহমুদউল্লাহও (১২)